শিরোনামঃ

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ক্যান্টনমেন্ট স্কুলের গাড়ির সঙ্গে কাবার্ড ভ্যানের সংঘর্ষ, আহত দুই ড্রাইভার



বাকেরগঞ্জ প্রতিনিধি :

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন জাকির শরিফের স্ব-মিলের সামনে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি গাড়ির সঙ্গে কাবার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস ও কাবার্ড ভ্যানের ড্রাইভার আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বাসে ওঠানোর সময় পটুয়াখালী থেকে আসা একটি কাবার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের গাড়িটির সামনে সজোরে আঘাত করে। এতে উভয় গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

 এদিকে, বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে দুর্ঘটনার সময় কোনো ছাত্রছাত্রী গাড়ির ভেতরে বা বাইরে আহত হয়নি।

ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?