বরগুনায় ডিসি ও রিটার্নিং অফিসারের কক্ষে ঢুকে হামলা: সিএ আহত, একজন আটক


সোহাগ হাওলাদার, বরগুনাঃ

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এর কক্ষে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় সময় প্রশ্ন করায় সেলাই রেঞ্জ দিয়ে হামলা চালিয়েছেন এক যুবক। এতে ডিসির সিএ মোঃ জহিরুল ইসলাম আহত হয়েছে। পরে হামলাকারী ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 


রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক ওই যুবকের নাম মোঃ ইব্রাহীম খলিল (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঁশবুনিয়া এলাকার মোঃ ইউনুস দফাদারের ছেলে। 


বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে সরকারি কাজে বরগুনার তালতলী উপজেলায় যান বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার। এ সময় তার কক্ষটি ফাঁকা ছিল। হঠাৎ করে এই ফাঁকা কক্ষে ১৫ ইঞ্চি সাইজের একটি সেলাই রেঞ্জ নিয়ে প্রবেশ করেন ইব্রাহীম। এতে বাধা দেন ডিসির সিএ মোঃ জহিরুল। এতে ক্ষিপ্ত হয়ে সেলাই রেঞ্জ দিয়ে আঘাত করে জহিরুলকে আহত করেন ইব্রাহিম। পরে অফিসে কর্তব্যরত অন্য কর্মীরা এসে  ইব্রাহিমকে আটক করে পুলিশ সোপর্দ করেন। আর জহিরুলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। 


এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় সরকার সিএ ও ঘটনায় আহত জহিরুল বলেন, "আমি আমার রুমের সামনে ছিলাম। তখন দেখতে পাই- ডিসি স্যারের রুমে একজন লোক ঢুকতেছে। তখন আমি তাকে বাঁধা দেই। তখন ওনার প্যান্টের মধ্যে ১৪/১৫ ইঞ্চি সাইজের একটি কিছু আছে। পরে আমি জামা টান দিয়ে দেখি ওটা একটি সেলাই রেঞ্জ। এ সময় আমি ওটা আমি জব্দ করতে গেলে তখন উনি সেলাই রেঞ্জ আমার হাত থেকে টেনে নিয়ে আমার উপর হামলা করেন।" 


ঘটনার সময় ডিসি অফিসে ছিলেন না জানিয়ে তিনি বলেন, "ডিসি স্যার তখন তালতলী উপজেলায় সরকারি কাজে যাচ্ছিলেন।" 


এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, "একজন ব্যক্তি ডিসি স্যারের রুমে হঠাৎ প্রবে1শ করে। তার কাছে একটি সেলাই রেঞ্জ ছিল। কি উদ্দেশ্যে সে আসছে, কেন আসছে, তার আসার উদ্দেশ্য কি- বিষয়টি এখন তদান্তাধীন আছে। আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।" 


এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, "অভিযুক্ত আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?