হাসান মামুনকে ঘোড়া প্রতীকে ভোট দিলেন জয়



স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে ভোট দিয়েছেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয়। পোস্টাল ব্যালটের মাধ্যমে তিনি হাসান মামুনকে ভোট প্রদান করেন। 

দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয় বলেন, জালিম ও জুলুমকারীদের ত্যাগ করে নিরাপদ দশমিনা-গলাচিপা গড়তে আমি হাসান মামুনকে ভোট দিয়েছি। হাসান মামুনের হাতে দশমিনা-গলাচিপাবাসী নিরাপদ। ১২ তারিখের সংসদ নির্বাচনে তুমুল জনপ্রিয় হাসান মামুন বিপুল ভোটে এমপি নির্বাচিত হবেন। আমার বিশ্বাস দশমিনা-গালাচিপাবাসী রত্ন চিনতে ভুল করবেনা। তারা ভালো মানুষ হিসেবে হাসান মামুনকেই বেছে নেবেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?