- প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬ ০২:২২ পিএম
বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ্ঠিত
মংচিন থান তালতলী বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলা বিএনপি কার্যালয়ের হলরুমে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে আয়োজিত এ কর্মশালায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের টিম লিডার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মো. মামুন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি।
উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন,মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ.এম. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মহিবুল্লাহ মহিব, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক জাহিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের ছাত্রদলকে আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত করার লক্ষ্যেই ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আজকের কর্মশালায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা আদর্শ ও লক্ষ্যচেতনায় একতাবদ্ধ।
বক্তারা আরও বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করে বরগুনা-১ আসনটি প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করা হবে। দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং চলমান আন্দোলনকে বিজয়ে রূপ দিতে আসন্ন নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থীকে জয়ী করতে তালতলী ছাত্রদলের নেতাকর্মীদের আরও সক্রিয় ও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।###
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী টিউশন হতে...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ ইং উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (০৮-০১-২৬) সকালে কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেরাত, হামদ,...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!