শিরোনামঃ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে রচনা   প্রতিযোগীতায় লেখা আহ্বান


শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ শ্লোগানে বিশ্ব শিশু দিবস ও কন্যা শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগীতার আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর ও যুবকল্যাণ সংগঠণ চাঁদেরহাট বরিশাল। প্রতিযোগিতায় অংশ নিতে পারবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। ক-গ্রুপ-প্রথম থেকে পঞ্চম শ্রেণী বিষয় তোমার অধিকার ৩০০ শব্দ, খ-গ্রুপ-৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী -বিষয় শিশু ও কন্যা অধিকার ৫০০ শব্দ, গ-গ্রুপ ৯ম থেকে দ্বাদশ শ্রেণী -বিষয় শিশু নির্যাতন ও অধিকার ১০০০ শব্দ। রচনা উভয় পৃষ্টায় লেখা যাবে না। লেখা অধ্যক্ষ/প্রধান শিক্ষক/শ্রেণী শিক্ষকের সিলসহ স্বাক্ষর নিয়ে জমা দিবে। জমা দেওয়ার শেষ তারিখ ৩০ অক্টবার ২০২৫ ইং। যোগাযোগ মো: জাকির হোসেন-মোবাইল নং- ০১৭১৫৬০৫৬২৮ ও আবুল কালাম আজাদ খান মোবাইল নং- ০১৭১২৫৬১৫৫৪

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?