বাকেরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৷



রিয়াজ শরীফ,স্টার্ফ রিপোর্টার:


বরিশালের বাকেরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


২৫ জুন (বুধবার) সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমি আক্তার, বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সুরেজিত বড়ুয়া , উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান, সাংবাদিক উপস্থিত ছিলেন। 


উক্ত কর্মশালায় বক্তারা বলেন, ব্যক্তি জীবনে ও জাতীয়তা জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে বর্ণনা করেন। ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় অর্জনে টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকল অংশীজনদের সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মর্মে উল্লেখ করেন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ব্যাপক প্রচারসহ বাকেরগঞ্জ উপজেলায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার আহবান জানান।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?