শিরোনামঃ

যশোরের ৯টি এতিমখানায় অনিন্দ্য ইসলাম অমিতের অনুদান প্রদান


আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:

যশোরের সদর উপজেলার ৯টি এতিমখানার তহবিলে অনিন্দ্য ইসলাম অমিতের অনুদান প্রদান আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ অনুদান দেওয়া প্রধান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমীর ফয়সলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সমাজের ইয়াতিম ও অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এই উদ্যোগ সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন ভবিষ্যতেও বিএনপি'র পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?