- প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ০১:৫৭ পিএম
ভোলায় নির্বাচন সামনে রেখে নৌবাহিনীর টহল জোরদার,মোড়ে মোড়ে তল্লাশি
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে বোরহানউদ্দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।২৪ জানুয়ারি শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বোরহানউদ্দিন পৌরসভা,বোরহানগঞ্জ বাজার,উপশহর কুঞ্জেরহাট হাটবাজারে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ টহল পরিচালনা করা হয়। টহলে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম।
টহলকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাজার ব্যবসায়ী, সাধারণ জনগণ ও পথচারীদের সঙ্গে কথা বলেন, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালান এবং নির্বাচনী সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
যৌথ বাহিনী জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি দোকানদার ও স্থানীয়দের সতর্ক করে বলা হয়েছে, কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। যৌথ বাহিনীর উপস্থিতিতে এলাকায় কিছুটা টানটান পরিস্থিতি বিরাজ করলেও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
নৌ বাহিনীর সদস্যরা আরো বলেন,আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর ভাবে দমন করা হবে।জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা পৌরসভার অভ্যন্তরে ৫ নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে জামায়াতে ইসলামীর মহিলা নেত্রীরা ভোট চাইতে গেলে হামলা...
-
।রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনে ১০ দলীয়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!