কেশবপুরে ১০ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনি সমন্বয় সভা অনুষ্ঠিত


রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনে ১০ দলীয় জোটের নির্বাচনি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার সকাল ১০টায় কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুক্তার আলী।

সভায় বক্তব্য রাখেন ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের সাথে যোগাযোগ বৃদ্ধি, নির্বাচনকালীন করণীয়, ভোটকেন্দ্রভিত্তিক সমন্বয় এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অধ্যাপক মুক্তার আলী বলেন,

“দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দলীয় জোটকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেশবপুরের জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে জোটের সকল নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে এবং জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে জোটের বার্তা পৌঁছে দিতে হবে।

সমন্বয় সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে জোটের পক্ষ থেকে কেশবপুরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?