- প্রকাশিত: ২২ জুন ২০২৫ ০৭:৫১ পিএম
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার
বোরহানউদ্দিন প্রতিনিধি :
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার। ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ নিয়ে বিতর্কিত তুহিন ফরাজি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ফরাজিকে সাংগঠনিক পদ থেকে স্হায়ী ভাবে বহিষ্কার করেছে বোরহানউদ্দিন উপজেলা কমিটি।
শনিবার (২১ জুন ২০২৫) রাতে উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বোরহানউদ্দিন উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: তুহিন ফরাজী কে প্রাথমিক সদস্য পদ সহ সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বোরহানউদ্দিন উপজেলা শাখার জরুরী সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয় এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য: গত শনিবার (১৪ জুন ২০২৫)সন্ধায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ড, নতুন হাকিমউদ্দিন বাজারে খাঁজনার নাম করে চাঁদাবাজির সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুজাহিদ (২২) বাধা প্রদান করে। পরে টবগী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তুহিন ফরাজি (২৬) কল দিয়ে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জরো করে , তার মধ্যে উল্লেখযোগ্য ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য), ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু(৫৫) মিলে বাকবিতন্ডার এক পর্যায়ে অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা নতুন হাকিমউদ্দিন বাজার থেকে নিয়মিতভাবে খাজনার আদায়ের নামে চাঁদাবাজি করে আসছে অথচ উক্ত বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত নয়। ভুক্তভোগী আরো জানান, তিনি ব্যক্তিগতভাবে চাঁদা আদায়কারীদের সাথে যোগাযোগ করলে তাঁরা জানান, ইজারাভুক্ত বাজারের চারপাশের এক কিলোমিটার এলাকা তাঁদের ইজারার আওতাভুক্ত। কিন্তু নির্ভরযোগ্য কোনো সূত্রে এ ধরনের কোনো সরকারি নীতিমালা বা নির্দেশনা নেই। সরকারি নিয়ম অনুযায়ী, ইজারাভুক্ত বাজারের চারপাশের এক কিলোমিটার এলাকা ইজারার আওতায় পড়ে না— তাই নতুন হাকিমউদ্দিন বাজার থেকে খাজনা আদায় সম্পূর্ণরূপে অনৈতিক এবং অবৈধ হয়। তাই ভুক্তভোগী শিক্ষার্থী খাজনার নামে যারা অন্যায়ভাবে চাঁদা তুলছে তাদের বাধা প্রদান এবং বাজারের বিক্রেতাদেরকে সচেতন করার চেষ্টা করলে ছাত্রদল নেতা তুহিন ফরাজী মোঃ লিটন (সাবেক মেম্বার)ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু ও তাদের সাঙ্গোপাঙ্গরা তার উপর হামলা করে এবং একপর্যায়ে তার মোবাইল কেড়ে নেয়। এছাড়া বিষয়টি নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর আরো আলোচনার সৃষ্টি হয়। পরে শনিবার রাতে সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক পদে থাকা তুহিন ফরাজিকে বহিষ্কার করা হয়।
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!