ষড়যন্ত্র ও চক্রান্ত করেও বেগম খালেদা জিয়াকে পরাজিত করতে পারেনি-সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম


স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ২০০৮ সালে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত করেও বেগম খালেদা জিয়াকে পরাজিত করতে পারেনি। তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই গণতান্ত্রিক আন্দোলন সফল না হওয়া পযর্ন্ত নেতাকর্মীদের ধৈয্য ধরতে হবে। পতিত ফ্যাসিস্টের দোসররা পালিয়ে গেছে, অনেক দোসর বিভিন্নভাবে আমাদের ছত্রছায়ায় লুকিয়ে আছে।


আজ সোমবার (২৩ জুন) দুপুরে গোপালগঞ্জ শহরের নতুন বাজর পৌর মার্কেটর দ্বিতীয় তলায় জেলা বিএনপি কার্যালয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, এখন নতুন করে বিভিন্নভাবে ষড়যন্ত্র, চক্রান্ত শুরু হয়েছে। যারা ষড়যন্ত্র শুরু করেছে দেশের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, তারা ষড়যন্ত্র শুরু করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। সকলকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।


সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, এই ষড়যন্ত্রকারীদের যদি চিরতরে প্রতিহত করতে না পারি কাহলে হেরে যাবে বাংলাদেশ। এই ষড়যন্ত্রকারীদের যদি চিরতরে নির্মুল করতে না পারি তাহলে হেরে যাবে এমেদর স্বাধীনাতা স্বার্বভৌমিত্ব। 


এ আগে সোমবার (২৩ জুন) দুপুরে গোপালগঞ্জ শহরের নতুন বাজর পৌর মার্কেটর দ্বিতীয় তলায় জেলা বিএনপি কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম।


জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের, জেলা আহবায়ক কমিটির সদস্য কেএম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।


পরে জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান, কাজী আবুল খায়ের, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম লেলিনসহ নেতা কর্মীরা ফরম সংগ্রহ করে সদস্য পদ নবায়ন করেন।


এসময় জেলা কমিটির সদস্য আজিজুর রহমান, তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারাসহ বিএনপির ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?