শিরোনামঃ

পটুয়াখালী-৩ আসনের নির্বাচন ও দলীয় নির্দেশনা নিয়ে আলোচনা


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের সাবেক মনোনয়ন প্রত্যাশী মো. শিপলু খান। 

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।সাক্ষাৎকালে পটুয়াখালী-৩ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, জনগণের ভোটাধিকার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ২২ জানুয়ারি সিলেট যাচ্ছেন তারেক রহমান

শিপলু খান সাংবাদিকদের জানান, আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের কাছে কেন্দ্রীয় নির্দেশনা পৌঁছে দিতে বলেছেন এবং সেই অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হলে তা দলের জন্য ক্ষতিকর হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া পটুয়াখালী-৩ আসনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরকে সমর্থন ও সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিপলু খান বলেন, এই বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি নিজেও মাঠপর্যায়ে সহযোগিতা করবেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?