“পেয়েছেন পদ অথচ জানেন না কিছুই”



স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছে রাজ তালুকদার। অথচ এই কমিটি বা পদ সম্পর্কে তিনি জানেনই না কিছু।


এতে এক প্রকার ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষেদাগার করেন রাজ তালুকদার, অভিযোগ তোলেন কমিটি সম্পর্কে। তিনি লিখেন আগেও রাজনীতির সাথে জড়িত ছিলেন না, আর ভবিষ্যতেও থাকবে না।


তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন দাবি করেছেন ছাত্রদলের পদ পেতে রাজ তালুকদার তার কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন।


জানাগেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫ টি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব আব্দু্র রহিম।


কিন্তু কয়েক ঘন্টা পার না হতেই উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া রাজ তালুকদার তার ফেসবুকে পোস্ট করে অভিযোগ তোলেন কমিটি সম্পর্কে তিনি অবগত নন। এর আগেও তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না, আর ভবিষ্যতেও থাকবে না। 


তার এই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দেয়। অনেকেই তার বক্তব্যকে স্বচ্ছ অবস্থান হিসেবে দেখলেও, কেউ কেউ ছাত্রদলের কমিটি গঠনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন! আর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা রাজের এমন ফেসবুক পোস্টে বিস্ময় প্রকাশ করেছেন।


বৃহস্পতিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজ তালুকদার লেখেন, “আসসালামু আলাইকুম, আমি রাজ তালুকদার। আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। উক্ত কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না।


পোস্টের বিষয়টি নিশ্চিত করে সদ্য ইউনিয়ন ছাত্রদলে যুগ্ন আহ্বায়কের পদ পাওয়া রাজ তালুকদার বলেন, কমিটি সম্পর্কে আমি কিছু জানিই না। আমি কখনোই কোন রাজনৈতিক দলের সাথে ছিলাম না, আর এখনো নেই। বিষয়টি ইতিমধ্যে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন আহ্বায়ককে জানিয়েছি, আর ফেসবুকে পোস্ট করেছি। 


এবিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ নামের ছেলেটি ছাত্রদলের কমিটিতে আসার জন্য আমার কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন। কিন্তু হঠাৎ তার এই কর্মকান্ড আমাকে অবাক করেছে। হাই কমান্ডের সাথে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?