- প্রকাশিত: ২৩ জুন ২০২৫ ০৬:২২ পিএম
অর্ধবার্ষিক পরীক্ষায় অতিরিক্ত
ফি আদায়ের অভিযোগ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষার নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেনীর শিক্ষার্থীর জন্য সাতশ’ নবম ও দশম শ্রেনীর ছাত্র-ছাত্রী প্রতি প্রায় নয়শ’ টাকা নির্ধারণ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অতিরিক্ত ফি আদায়ে সরকারী স্কুলের ন্যায় পিছিয়ে নেই এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোও। এতে দরিদ্র ছাত্র-ছাত্রীর অভিভাবকরা পরেছেন চরম বিপাকে।
সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাধিক অভিভাবকরা অভিযোগ করে বলেন, সরকারী স্কুল হওয়া সত্বেও অযৌক্তিক ভাবে পরীক্ষার ফি আদায় করছেন স্কুল কর্তৃপক্ষ। যেখানে বেসরকারী স্কুলে ৫শ’ টাকা পরীক্ষার, সেখানে সরকারী স্কুলে ৬শ’ টাকা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে। আমরা এর থেকে প্রতিকার চাই।
মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর একাধিক অভিভাবকরা অভিযোগ করে বলেন, প্রথম সাময়িক পরীক্ষার সময় পরিক্ষার্থী প্রতি ১৩শ’ টাকা করে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এখন আবার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ১৪শ’ টাকা নির্ধারণ করে দিয়েছে।
এবিষয়ে মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ হোসেন বলেন, অর্ধবার্ষিক পরিক্ষার জন্য শিক্ষার্থী প্রতি পরীক্ষার ফি, স্কুল উন্নয়ন, বিদ্যুত ফি, মুদ্রন খরচ, দুই মাসের বেতন বাবদ এই টাকাটা নির্ধারণ করা হয়েছে। আর প্রথম সাময়িক পরিক্ষার সময় সেশন চার্জ, পরীক্ষার ফি ও বেতন হিসেবে টাকা নির্ধারণ করা হয়েছিলো। এক্ষেত্রে নিয়মের বাইরে অর্থ আদায় করা হয়নি।
সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. অলিউল্লাহ বলেন, সরকার নির্ধারিত পরীক্ষার ফি ছয়শ’ টাকা এবং বাকিটা অন্যান্য খাতের। এখানে কোন অতিরিক্ত টাকা আদায় করা হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, পরীক্ষার ফি স্কুল কর্তৃপক্ষ নির্ধারণ করেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, মঙ্গলবার (২৪ জুন) থেকে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে।
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!