- প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ০৪:৫১ পিএম
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের প্রথম রায়: এসিড নিক্ষেপ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
বরিশাল প্রতিনিধি॥
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের ইতিহাসে প্রথম রায় ঘোষণা করা হয়েছে এসিড নিক্ষেপের এক মামলায়। আদালত দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বিচারক মীর মো. এমতাজুল হক এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন — বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি ইউনিয়নের শিশির ঘরামী ও প্রদীপ ঘরামী। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে দৈনিক মানবকণ্ঠকে জানান, আসামিদের সঙ্গে বাদীপক্ষের পারিবারিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১১ মার্চ ভোর রাত সাড়ে চারটার দিকে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন উত্তর রফিয়াদি গ্রামের সমিরচন্দ্র ব্যাপারীর বসতঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন স্কুল শিক্ষার্থী উৎপল হাওলাদার ও সদ্য নৌবাহিনীতে যোগদান করা আশিক মল্লিক। ওই সময় আসামিরা পরিকল্পিতভাবে তাদের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ভিকটিমরা গুরুতর দগ্ধ হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে উৎপলের পিতা উত্তম হাওলাদার বাদী হয়ে দুইজন নামীয় ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে থানার উপ-পরিদর্শক এসআই নিখিল চন্দ্র মজুমদার ওই বছরের ২ আগস্ট শিশির ও প্রদীপ ঘরামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার বিচার প্রক্রিয়ায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রবিবার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর বাদীপক্ষ জানায়, “বরিশাল মহানগর দায়রা জজ আদালতের প্রথম রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ।”
উল্লেখ্য, এটি বরিশাল মহানগর দায়রা জজ আদালতের প্রথম রায় — যা বরিশাল বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!