- প্রকাশিত: ১৯ জুন ২০২৫ ০৫:০৯ পিএম
বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টার, বরিশাল
আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীর অর্ধগলিত লাশ আজ বৃহস্পতিবার সকালে উদ্ধারের পর ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোডের একটি বসত বাড়িতে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, বিধবা নারীকে হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রহস্যজনক হত্যাকান্ডের ক্লু উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছেন।
অপরদিকে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছেন দুইদিন আগে ওই বিধবা নারীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে হত্যাকান্ডের আগে বিধবা ওই নারীকে ধর্ষণ করা হয়েছে।
রহস্যজনক এ হত্যাকান্ডের পর পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিন সন্তানের জননী আলেয়া বেগম ওই এলাকার মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী।
নিহত আলেয়া বেগমের প্রতিবেশী ভিআইপি রোডের বাসিন্দা আব্দুর রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম জানিয়েছেন, আলেয়া বেগমের একমাত্র ছেলে মাহতাব হোসেন কর্মের সুবাধে ঢাকায় থাকেন। দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর তারা তাদের শ্বশুর বাড়িতে থাকেন। যে কারণে আলেয়া বেগম একাই বাসায় থাকতেন।
আফসানা বেগম আরও বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে আলেয়া বেগমকে খুঁজতে গিয়ে দেখতে পাই ঘরের দরজা খোলা। ঘরের মধ্যের ফ্লোরে উলঙ্গ অবস্থায় আলেয়া বেগমের মরদেহ পরে রয়েছে।
এ সময় তিনি ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে উজিরপুর ও বানারীপাড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) একরামুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। ###
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!