- প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ০২:১০ পিএম
বামনায় সড়কের বেহাল দশা, মেরামতের উদ্যোগ সদর ইউনিয়ন পরিষদের
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলা সদরের গোলচত্বর থেকে পোটকাখালী পর্যন্ত সড়কটির দীর্ঘদিনের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। চলাচলের অনুপযোগী এই সড়কটি অস্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নিয়েছে বামনা সদর ইউনিয়ন পরিষদ।
এডিবির বরাদ্দকৃত অর্থে ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে চলমান এ মেরামতকাজে অংশ নিচ্ছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান দুলাল হাওলাদার, ইউপি সদস্য মোসাঃ কাজল রেখা ও মোঃ কামাল হোসেন।
সরেজমিনে দেখা যায়, গোলচত্বরের ব্যস্ততম বিসমিল্লাহ পয়েন্ট থেকে পোটকাখালী, উপজেলা সড়ক ও হাসপাতালসংলগ্ন প্রধান সড়কের অবস্থা অত্যন্ত করুণ। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে, যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। শুকনো মৌসুমে ধুলাবালিতে আর বর্ষায় কাদাপানিতে পথচারীদের চলাচল হয় দুর্বিষহ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে দুর্ঘটনা ও আর্থিক ক্ষতির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষিপণ্য ও মাছসহ অন্যান্য পণ্য পরিবহনে দেখা দিয়েছে সমস্যা।
বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বলেন,
“দীর্ঘদিনের জনদুর্ভোগ আমার নজরে আসে। এডিবির বরাদ্দ থেকে গোলচত্বর থেকে পোটকাখালী পর্যন্ত সড়কটি অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করতে উদ্যোগ নিয়েছি।”
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের ফলে অন্তত অস্থায়ীভাবে হলেও ভোগান্তি কিছুটা লাঘব হবে।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!