শিরোনামঃ

বামনায় সড়কের বেহাল দশা, মেরামতের উদ্যোগ সদর ইউনিয়ন পরিষদের


মাসুদ রেজা ফয়সালঃ

বরগুনার বামনা উপজেলা সদরের গোলচত্বর থেকে পোটকাখালী পর্যন্ত সড়কটির দীর্ঘদিনের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। চলাচলের অনুপযোগী এই সড়কটি অস্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নিয়েছে বামনা সদর ইউনিয়ন পরিষদ।


এডিবির বরাদ্দকৃত অর্থে ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে চলমান এ মেরামতকাজে অংশ নিচ্ছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান দুলাল হাওলাদার, ইউপি সদস্য মোসাঃ কাজল রেখা ও মোঃ কামাল হোসেন।


সরেজমিনে দেখা যায়, গোলচত্বরের ব্যস্ততম বিসমিল্লাহ পয়েন্ট থেকে পোটকাখালী, উপজেলা সড়ক ও হাসপাতালসংলগ্ন প্রধান সড়কের অবস্থা অত্যন্ত করুণ। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে, যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। শুকনো মৌসুমে ধুলাবালিতে আর বর্ষায় কাদাপানিতে পথচারীদের চলাচল হয় দুর্বিষহ।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে দুর্ঘটনা ও আর্থিক ক্ষতির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষিপণ্য ও মাছসহ অন্যান্য পণ্য পরিবহনে দেখা দিয়েছে সমস্যা।


বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বলেন,

“দীর্ঘদিনের জনদুর্ভোগ আমার নজরে আসে। এডিবির বরাদ্দ থেকে গোলচত্বর থেকে পোটকাখালী পর্যন্ত সড়কটি অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করতে উদ্যোগ নিয়েছি।”


স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের ফলে অন্তত অস্থায়ীভাবে হলেও ভোগান্তি কিছুটা লাঘব হবে।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?