- প্রকাশিত: ২১ জুন ২০২৫ ০৬:৪৯ পিএম
১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১১ (এগারো) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক অন্ধকারের সুযোগ নিয়ে কৌশলে পালিয়ে যায়।২০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১টা ৪৫ মিনিটে কাউনিয়া থানাধীন সাহাবাজ মৌজার কাউনিয়া দাখিল মাদ্রাসার সামনে কুড়িগ্রাম-লালমনিরহাট টু রংপুরগামী মহাসড়কে এ ঘটনা ঘটে। থানার এসআই মোঃ সাহানুর আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন হাইওয়ে-০২ পার্টির সঙ্গে দায়িত্ব পালনকালে এ অভিযান পরিচালনা করেন।পুলিশ জানায়, একটি প্রাইভেটকার তাদের উপস্থিতি টের পেয়ে রাস্তার উপর গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ব্যাকডালা হতে তিনটি পোটলায় (৫ কেজি + ৩ কেজি + ৩ কেজি) মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো লাল পলিথিনে মোড়ানো, পাটের সুতলি দিয়ে বাধা এবং সাদা-খাকি রঙের স্কচটেপে প্যাঁচানো ছিল।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আব্দুর লতিফ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ ধারায় মামলা (নং-০৯, তারিখ-২১/০৬/২০২৫ খ্রিঃ) রুজু করা হয়।উদ্ধারকৃত মাদক ও আলামতসহ মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের কৃষানী মঞ্জু মন্ডল (৫৫)। এবছর স্বামীর সাথে ৩ বিঘা...
-
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধিঃ-গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল (৭...
-
ওয়াহিদ-উন-নবী,ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!