- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৯ পিএম
যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত
#৩৯ জন শিক্ষার্থী নিয়ে কলেজ শাখার যাত্রা শুরু
যবিপ্রবি প্রতিনিধি:
একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার যাত্রা শুরু হয়েছে। প্রথমবারের মতো চালু হওয়া যবিপ্রবির স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় বিভিন্ন বিভাগে মোট ৩৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর আগে মাধ্যমিক পর্যায় পর্যন্ত যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম চালু ছিলো।
সোমবার (১৫ সেপ্টেম্বর)দুপুর ১২ টায় যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, তথ্য ও প্রযুক্তির যুগে বিশ্ব এখন বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই তথ্য ও প্রযুক্তিকে সঠিক ব্যবহারের মাধ্যমে তোমরা নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলবে আমি সেই প্রত্যাশা করি। একজন শিক্ষার্থীর জন্য কলেজ জীবনের পরিশ্রম অনেক গুরুত্বপূর্ণ। এখন থেকে জীবনের লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে হবে তাহলেই তোমরা আগামীতে সফলতা অর্জন করতে পারবে। তোমাদের সফলতার মধ্য দিয়ে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ দেশব্যাপী সুনাম অর্জন করবে বলে আমি আশা রাখি।
অনুষ্ঠানে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন, যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, যবিপ্রবির প্রক্টর ড. মো. ওমর ফারুক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধানশিক্ষক মো. আবুল কালাম আজাদ, শিক্ষক মো. আশিক ইকবাল, নবীন শিক্ষার্থী উম্মে হাবীবা, তানভীর হাসানসহ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের পূর্ব নাম শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আবুল হোসেন মুন্সিসহ যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!