শিরোনামঃ

যবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি সৈকত,সাধারণ সম্পাদক ফারহানা


যবিপ্রবি প্রতিনিধি:


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত ২০ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি (প্রশাসনিক) হয়েছেন তানজিম, সহ-সভাপতি (পরিকল্পনা) আব্দুল্লাহ আল নোমান এবং সহ-সভাপতি (অফিস ও উচ্চশিক্ষা) অর্পিতা সাহা। সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসনিক) হয়েছেন আয়মান অন্তু, আর সহকারী সাধারণ সম্পাদক (পরিকল্পনা) হয়েছেন এ.এস.এম. আবিদ হাসান।


কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন রিফাত আহমেদ বাপ্পী। পরিচালক পদে রয়েছেন ইফতেখার মাহমুদ লাবিব, আব্দুল্লাহ আল ফাহিম, তান্নি দাস, উম্মে সুমাইয়া, আব্দুল্লাহ আল মাহমুদ, মো. সোহাগ উদ্দিন, মাতেন বিকাশ ত্রিপুরা এবং মো. ইমরান হোসেন। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকারিয়া হাবিব জিম, নিলুফার মাহরুফ, বিক্রমজিৎ বিশ্বাস এবং ফারিদ আহমেদ।


নবগঠিত কমিটির  সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন বলেন,

সবার সহযোগিতায় ক্লাবকে আরও আধুনিক, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্মে রূপ দিতে চাই। সামনে আমরা আরও বেশি ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, সেমিনার ও ইন্ডাস্ট্রি সংযোগ তৈরি করব, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।


সভাপতি আব্দুল আহাদ সৈকত বলেন,কার্যনির্বাহী কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা। ক্যারিয়ার ক্লাব সবসময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কাজ করে আসছে। এ বছরও আমাদের লক্ষ্য থাকবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন প্রদান এবং ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?