- প্রকাশিত: ৪ জুলাই ২০২৫ ০৩:৫২ পিএম
টুঙ্গিপাড়ায় ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ তুলে পৃথক সংবাদ সম্মেলন করেছেন দুই ভুক্তভোগী পরিবার।
আজ শুক্রবার (০৪ জুলাই) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত ওই সম্মেলনে এসব অভিযোগ আনেন তারা।
প্রথম সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী শারমিন আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি রূপালী লাইফ ইন্স্যুরেন্সে সাইদুর রহমানের অধীনে কাজ করছেন। মাঠ পর্যায় থেকে উত্তোলন করা টাকা সাইদুর রহমানের হাতে তুলে দিলেও তিনি অফিসে জমা দেননি। পরবর্তীতে অফিস কর্তৃপক্ষ মূলধন গরমিলের জন্য তাকেই দায়ী করে চাপ সৃষ্টি করে। এতে বাধ্য হয়ে তাকে এক লাখ সাত হাজার টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিতে হয়।
শারমিন আরও জানান, সাইদুর রহমান শুধু আর্থিক প্রতারণাই করেননি, বরং তার ড্রয়ার থেকে নথিপত্র সরিয়ে নিয়ে তাকে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়েছে। এমনকি নির্যাতনের কথাও তুলে ধরেন তিনি। এসব ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।
একইদিন অপর সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তাবাসসুম খান অভিযোগ করেন, তার স্ত্রী হালিমা খানম রূপালী লাইফ ইন্স্যুরেন্সে মাঠ কর্মী হিসেবে কাজ করার সময় সহকর্মী সাইদুর রহমানের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সম্পর্কের কারণে তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরে। অভিযোগ করেন, তার স্ত্রী প্রভাবশালী এই কর্মকর্তার কাছ থেকে ৩০ লাখ টাকা লেনদেনের কথা বলে তাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন।
তাবাসসুম আরও জানান, হালিমা স্থানীয়ভাবে এক পরিবার থেকে ভাতা দেওয়ার প্রলোভনে চার লক্ষ টাকা আদায় করে সেটিও সাইদুরের হাতে তুলে দেন। বর্তমানে ওই পরিবার টাকাগুলো ফেরত চাচ্ছে। ফলে তিনি মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!