শিরোনামঃ

শ্বশুরের দায়ের করা মামলায় জামাই জেলে, মামলা তুলে নিতে হুমকি



স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মেয়েকে মারধর করার অপরাধে শ্বশুরের করা মামলায় জামাই বিপ্র বিশ্বাসকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।


এদিকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্বশুর নিখিল মল্লিক।


আর এমন ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি গ্রামে।


স্থানীয়রা জানান, গত দেড় বছর আগে পিড়ারবাড়ি গ্রামের ব্যবসায়ী বিপুল বিশ্বাসের ছেলে বিপ্র বিশ্বাস (২৪) প্রেম করে একই গ্রামের নিখিল মল্লিকের মেয়ে অন্তু মল্লিককে (২০) বিয়ে করে। বিয়ের পর থেকেই তাদের দুইজনের মধ্যে বিরোধ চলে আসছিল।


এরই সূত্র ধরে গত রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিপ্র বিশ্বাস তার স্ত্রী অন্তু মল্লিককে মেরে গুরুতর আহত করেন। এ ঘটনায় পরদিন সোমবার (৬ অক্টোবর) নিখিল মল্লিক বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ জামাইকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।


শ্বশুর নিখিল মল্লিক বলেন, বিয়ের পর থেকেই বিপ্র ও তার পরিবারের লোকজন আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করতেন। আমার জামাই বিপ্র একজন মাদকসেবনকারী। সে প্রায়ই আমার মেয়ের কাছে মাদবসেবনের জন্য টাকা চাইতো। টাকা না দিলেই বিপ্র আমার মেয়েকে মারধর করতো।


তিনি আরো বলেন, সর্বশেষ ঘটনার রাতে বিপ্র মাদকসেবনের জন্য অন্তুর কাছে টাকা চাইলে সে টাকা দিতে না পারায় বিপ্র লাঠি দিয়ে পিটিয়ে আমার মেয়েকে গুরুতর আহত করে। এ সময় বিপ্রর মা-বাবা আমার মেয়েকে রক্ষা না করে তারা মারধরে সহযোগিতা করে। এ ঘটনায় আমি মামলা করলে পুলিশ বিপ্রকে গ্রেপ্তার করে। এখন বিপ্রর বাবা বিপুল বিশ্বাস মামলা তুলে নিতে আমাকে হুমকি দিচ্ছে।


এ বিষয়ে জানার জন্য ব্যবসায়ী বিপুল বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।


তবে তার স্ত্রী মিনু বিশ্বাস বলেন, আমার ছেলে বিপ্র তার নিজের ইচ্ছায় বিয়ে করেছে। এই বিয়েতে আমাদের মতামত ছিল না। সে তার স্ত্রী অন্তুকে মারধর করেছে। এ ঘটনায় অন্তুর বাবা মামলা দিয়েছে। মামলার কারণে পুলিশ আমার ছেলেকে গ্রেপ্তার করেছে। এখন আদালতে যে বিচার হয় হবে।


মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, নিখিল মল্লিকের মামলায় শুধু একজনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে আমরা মামলার আসামি বিপ্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য যদি আসামি পক্ষ বাদীকে হুমকি দেয় তাহলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?