- প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ০৬:৫৬ পিএম
শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে যবিপ্রবির ভিন্নধর্মী পদক্ষেপ
যবিপ্রবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গঠন, মূল্যবোধের চর্চা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে তুমিই পারবে, আচরণেই আত্মপরিচয়, তোমার পাশে সবসময় তিনটি প্রোগ্রাম চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।
সোমবার (২৮জুলাই) যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রোগ্রাম তিনটি চালুর বিষয়ে জানা যায়।
উক্ত তিনটি প্রোগ্রামের আওতায় যবিপ্রবি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, ক্যারিয়ার ও মোটিভেশন সেমিনার, ক্যারিয়ার পরামর্শ এবং অনিশ্চয়তা কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা, প্রতিটি বিভাগের ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের আচরণ, শৃঙ্খলা ও মূল্যবোধ গঠনে সচেতনতা সৃষ্টির জন্য প্রেজেন্টেশন ও আলোচনা, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া, মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে সহযোগিতা করা সহ বিভিন্ন ধরনের বাস্তব কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়। এতে করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শৃঙ্খলাবোধ ও ক্যারিয়ার প্রস্তুতিকে আরও গতিশীল করে তুলবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বিষয়ে যবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান বলেন, যবিপ্রবি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সঠিক ক্যারিয়ার নির্ধারণ, মানসিক দৃঢ়তা, সুন্দর আচরণ, সুস্থ মূল্যবোধ ও শারীরিক-মানসিকভাবে সমৃদ্ধ করে গড়ে তুলতে আমরা তিনটি প্রোগ্রাম চালু করেছি। প্রোগ্রাম তিনটির মাধ্যমে শিক্ষার্থীরা সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক ক্যারিয়ার বেছে নিতে পারবে, পেশাগত/কর্ম জীবনে শৃঙ্খলা ও সুস্থ মূল্যবোধ সম্পন্ন হবে, দেশ ও জাতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই বিভাগের আরো খবর
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের কৃষানী মঞ্জু মন্ডল (৫৫)। এবছর স্বামীর সাথে ৩ বিঘা...
-
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধিঃ-গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল (৭...
-
ওয়াহিদ-উন-নবী,ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!