শিরোনামঃ

শার্শায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের উদ্যোগে কৃষকদের নিয়ে মাঠ স্কুল কর্মশালা অনুষ্ঠিত




 আব্দুল্লাহ সিনিয়র রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাগাডাঙ্গা গ্রামে কৃষকদের নিয়ে মাঠ স্কুল কর্মশালা অনুষ্ঠিত হয়।


 ২৩ অক্টোবর(বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩ থেকে ৫ টা পর্যন্ত ৩০ জন বাছায়কৃত কৃষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



  কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেন  সংগ্রাম মিয়া, আর্সেনিক নেটওয়ার্ক দায়িত্বশীল বাগআচড়া ও গোগা ইউনিয়ন। তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ধান চাষীদের টেকসই জীবিকা উন্নয়নের জন্য জলবায়ু স্মার্ট সেচ প্রযুক্তি (AWD) সম্প্রসারণ প্রকল্প”।


আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নের জন্য AWD পদ্ধতিতে  পাইপ স্হাপনের বিকল্প নেই। এতে কৃষকের ভালো ফসল উৎপাদন হবে, পোকামাকর কম লাগবে, খরচ কম হবে,পানি খরচ কম হবে। আমাদের উদ্দেশ্য পানি বাঁচাই,বেশি বেশি ধান ফলাই।


 আরো উপস্থিত ছিলেন মেহেদী হাসান AWD পদ্ধতিতে প্রযুক্ত প্রকল্পের বাগআচড়া ইউনিয়ন দায়িত্বশীল। আরো উপস্থিত ছিলেন প্রান্তিক চাষীগণ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?