- প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ১২:৪৫ পিএম
সারজিস আলমের পোস্টের পর রংপুরে দুদকের রামজীবন কুন্ডুর অফিসে অভিযান
রিয়াজুল হক সাগর, রংপুর।
গত মঙ্গলবার (২৪ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম তার এক ফেসবুক পোস্টে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এর সময় নানা অভিযোগে অভিযুক্ত রামজীবন কুন্ডু নামে একজন সাব-রেজিস্ট্রারের বসে থাকা নিয়ে প্রশ্ন তোলেন।
সেই পোস্ট দেওয়ার পর আজ বুধবার (২৫ জুন) সকালে রামজীবন কুন্ডুর কর্মস্থল রংপুরের পীরগাছা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, তারা অভিযানে এসে রামজীবন কুন্ডুকে কর্মস্থলে পাননি। তিনি ছুটির আবেদন করলেও সেখানে স্বাক্ষর নেই। তার বিরুদ্ধে খাজনা-খারিজ ছাড়াই দলিল সম্পাদনের অভিযোগ রয়েছে এবং যোগদানের পর মাত্র চার মাসে অফিসে দলিল নিবন্ধনের হার দ্বিগুণ হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন।
দুদকের জেলা সমন্বিত কার্যালয় রংপুরের সহকারী পরিচালক মো. সাবদারুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে বেশ কিছু প্রমাণও পাওয়া গেছে। তার মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধা সনদ, অতিরিক্ত দলিল সম্পাদন, দলিল করতে গিয়ে জনগণের হয়রানি—এসব অভিযোগ আমাদের হাতে এসেছে। তাকে অফিসে না পাওয়ায় তার চাকরিজীবনের রেকর্ড সংগ্রহ করা যায়নি। সেগুলো পেলে যাচাই-বাছাই করে প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
এদিকে সারজিস আলমের গত মঙ্গলবার রাতের সেই ফেসবুকে পোস্ট থেকে জানা যায়, রামজীবন কুন্ডু নিজেকে আওয়ামী লীগ সরকার আমলের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ সেনের ভাগ্নি জামাতা বলে পরিচয় দিতেন। তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও রংপুর পূজা উদযাপন পরিষদের নেতা হন এবং ক্ষমতার দাপটে বেপরোয়া হয়ে ওঠেন। তিনি নিয়মিত আওয়ামী লীগের বড় বড় কর্মসূচিতেও অংশ নেন।
সাব-রেজিস্ট্রার হিসেবে রংপুর ও নীলফামারী জেলায় জাল দলিল ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। রংপুর সদর থেকে “পানিশমেন্ট পোস্টিং”-এ বোদা উপজেলায় বদলি হওয়ার কিছুদিন পরেই অদৃশ্য ক্ষমতার জোরে তিনি পীরগাছায় ফিরে আসেন।
রামজীবন নিজেকে গোয়েন্দা সংস্থা ‘র’-এর ঘনিষ্ঠ লোক বলেও প্রচার করতেন এবং রেঞ্জ ডিআইজি পর্যন্ত তার ‘সিগন্যাল’ অনুযায়ী কাজ করতেন বলে দাবি করতেন।
সারজিস আলম তার সেই পোস্টে রামজীবন কুন্ডুকে নিয়ে দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনের উদ্ধৃতিও তুলে ধরেন। যেখানে বলা হয়—রামজীবন মাত্র ছয় বছর বয়সে ‘মুজিবনগর সরকারের কর্মচারী’ পরিচয়ে মুক্তিযোদ্ধা সনদ পেয়েছেন। ওই সনদের ভিত্তিতে তিনি সাব-রেজিস্ট্রার পদে চাকরি করছেন এবং তার বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপায় শালিসীর নামে প্রতিপক্ষকে ভোগান্তির স্বীকার করেছেন শালিসীগনরা ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া গ্রামে। এবিষয়ে...
-
সামাজিক উন্নয়নমূলক সংগঠন লাল সবুজ সোসাইটি এর উদ্যোগে বরিশাল শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি (তৃতীয় তলায়) আজ অনুষ্ঠিত হলো “লার্ন টু...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের কৃষানী মঞ্জু মন্ডল (৫৫)। এবছর স্বামীর সাথে ৩ বিঘা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!