শিরোনামঃ

পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করা হবে : ইঞ্জিনিয়ার সোবহান


গৌরনদী(বরিশাল) প্রতিনিধি:


সনাতন ধর্মাবোলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপনের আহবান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন, বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সবধরনের সহযোগিতা করবো।


দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতার দিন মহাষষ্ঠীর শুভ লগ্নে রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বিএনপির নেতাকর্মীদের নিয়ে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সমরসিংহ, মেদাকুল, বাকাই, ইছাকুড়ি বাকাই ও দোনারকান্দি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং মন্দির কমিটিসহ সনাতন ধর্মের উপস্থিত নারী-পুরুষের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেন।


এসময় বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধের স্বাধীনতা এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান। 


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপূজার মহাষষ্ঠীর শুভ লগ্নে সনাতন ধর্মাবোলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দিয়ে ক্লিন ইমেজের প্রার্থী খ্যাত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের পাশে থেকে সকল ধর্মের লোকজনদের প্রতি সহযোগিতা করার জন্য আহবান করেন।


পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলের প্রতি অনুরোধ করেন।


সনাতন ধর্মের নারী ও পুরুষরা দেবী দুর্গার আগমনী দিনে তাদের পাশে অভিভাবক হিসেবে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পরেন। তারা দেবী দুর্গাকে স্বাক্ষী রেখে মাটি ও মানুষের নেতা আখ্যা দিয়ে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় গৌরনদী উপজেলা, খাঞ্জাপুর ইউনিয়ন ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?