- প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৮ পিএম
পুরাকাটা ফেরিঘাটে নৃশংস ছুরিকাঘাত, আনসার হাওলাদার নিহত; অভিযুক্ত গ্রেপ্তার
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনা সদর উপজেলার পুরাকাটা ফেরিঘাট এলাকায় ছুরিকাঘাতে আনসার হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল প্রায় আটটার দিকে মো. শাহীন নামের এক ব্যক্তি কথাবার্তার একপর্যায়ে আনসার হাওলাদারের বুকে পরপর সাতবার ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।
এ ঘটনায় বরগুনা সদর থানার ওসি মো. আব্দুল আলিম জানান, অভিযুক্ত মো. শাহীনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামতও জব্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনা সদর উপজেলার পুরাকাটা ফেরিঘাট এলাকায় ছুরিকাঘাতে আনসার হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে...
-
খালিদ হাসান, বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিলজংগ এলাকায় নতুন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!