শিরোনামঃ

পুলিশি হামলার প্রতিবাদে বাবুগঞ্জে শিক্ষকদের কর্মবিরতি


আবুল বাশার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

সারা দেশের শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।


জানা গেছে, ২০% বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সারা দেশের শিক্ষকরা অংশ নিচ্ছেন। সেই আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে বাবুগঞ্জ উপজেলার শিক্ষক সমাজ একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করছে।


এ উপলক্ষে বাবুগঞ্জ ডিগ্রী কলেজে এক প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ. ন.ম. আব্দুল হালিম এর সভাপতিত্বে ও অধ্যাপক গোলাম হোসেন এর সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শাহে আলম, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক নুরুল হক, আমিনুল ইসলাম, বাবুগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার এনায়েতুর রহমান, শিক্ষক মুশফিকুর রহমান, শিক্ষিকা সাহানাজ বেগম প্রমূখ। 


এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ দাখিল মাদ্রাসা সহ উপজেলার আশেপাশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।


এ সময় শিক্ষক নেতারা বলেন, আমরা কোনো রাজনৈতিক আন্দোলনে নেই; এটি আমাদের ন্যায্য দাবি আদায়ের লড়াই। পুলিশি হামলা শিক্ষক সমাজের মর্যাদায় আঘাত।


তারা অবিলম্বে হামলার ঘটনার বিচার ও শিক্ষক সমাজের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?