- প্রকাশিত: ২৫ জুন ২০২৫ ১০:৫১ পিএম
পিরোজপুরে কাঠাল খাওয়ার কথা বলে ৫ম শ্রেনির ছাত্রীকে ধর্ষণ
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. সাজিদ খান (১৫) নামে এক কিশোর কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাজিদ খান কে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
সাজিদ খান উপজেলার গাবগাছিয়া গ্রামের ৯ নং ওয়ার্ডের মো. সোহাগ খানের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষার্থীর বাবা ভারতে থাকেন তার মা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করে সংসার চালান। প্রতিদিনের মত গত ১৬ তারিখ তিনি গৃহকর্মীর কাজ করার জন্য পার্শ্ববর্তী এনায়েতের বাড়িতে গেলে সেখানেই তিনি রাত্রি যাপন করেন। এবং তার মেয়েকে তার ফুফাতো ভাই আ. মালেক খানের বাড়িতে রেখে জান। কিন্তু ১৭ তারিখ সকালে স্কুল শিক্ষার্থী ঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী সাজিদ খান তাকে কাঠাল খাওয়ানোর কথা বলে স্কুল শিক্ষার্থীর নানা বাড়ির রান্না ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এবং কাউকে যাতে না বলে তার জন্য অভিযুক্ত সাজিদ স্কুল শিক্ষার্থীকে ২০০ টাকা দিয়ে চলে যায়।
পরবর্তীতে স্কুল ছাত্রী কান্নাকাটি করতে করতে তার মায়ের চাচাতো ভাই জামাল হাওলাদার এর বাড়িতে গেলে জামাল হাওলাদার এর স্ত্রী তাকে কান্নাকাটি করার কারন জানতে চাইলে তখন স্কুল শিক্ষার্থী তাদেরকে বিষয়টি জানায়। পরে বিষয়টি তারা নিজেরা মিলে মীমাংসার চেষ্টা করলে মীমাংসা না হওয়ায় স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাজীদ খানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এবং স্কুল শিক্ষার্থীকে মেডিকেল এর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!