- প্রকাশিত: ৪ জুলাই ২০২৫ ০৩:৪৭ পিএম
কুমিল্লার মুরাদনগরে গণধর্ষণ, খিলক্ষেতে মন্দির ভাংচুরের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কুমিল্লার মুরাদনগরে গণধর্ষণ, খিলক্ষেতে মন্দির ভাংচুর, চাঁদাবাজি, ভূমি দখল, খুন, হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, গোপালগঞ্জ জেলা শখার ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ শুক্রবার (০৪ জুলাই) বেলা ১১টায় কেন্দ্রীয় সর্বজনীন কালীবাড়ী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ মানববন্ধনে বাংলাদেশ হরি-গুরু চাঁদ মতুয়া জোট একাত্মতা ঘোষনা করে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, গোপালগঞ্জ জেলা শখার সভাপতি বিজন রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দন মন্ডল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, গোপালগঞ্জ জেলা শখার সহসভাপতি লিটন মন্ডল, অনূ বর, লিটন মজুমদার, গৌরী ঘরামী বক্তব্য রাখেন।
এসময় বক্তারা পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসনের দাবি জানিয়ে বলেন, দেশে ইচ্ছামত সংখ্যালঘু সম্প্রদায়ের মা-বোনকে ধর্ষণ করা হচ্ছে, মন্দির, বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হচ্ছে। এদেশে সরকার পরিবর্তন হলেই নিয্যাতন নেমে আসে। পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসনের ব্যবস্থা না করা হলে এসব ঘটনা থামানো সম্ভব নয়। পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসনের ব্যবস্থা করা না হলে আগামী নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দেন বক্তরা। #
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!