- প্রকাশিত: ২৭ জুন ২০২৫ ০৪:৩৯ পিএম
কাশিয়ানীতে প্রভাবশালীদের বেড়ায় অবরুদ্ধ মুক্তিযোদ্ধা পরিবার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে এক মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ৩ বছর ধরে প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা ইয়াউদ হোসেন কাশিয়ানী সদরের উত্তরপাড়ায় ১৩ শতাংশ জমি কিনে ৪১ বছর ধরে সেখানে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ করে প্রতিবেশি শাহজাহান মিয়া ও নাগর ফকির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে বাড়ি থেকে বের হতে পারছেন না পরিবারের সদস্যরা। পাশে সরকারি জমি থাকলেও প্রভাবশালীদের দখলে থাকা ব্যবহার করতে পারছেন না পরিবারটি। এছাড়া ওই এলাকার আরও ১০টি পরিবার রাস্তার অভাবে চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা সদরের প্রগতিপাড়ার বাসিন্দা ইয়াউদ হোসেন। প্রতিবেশিদের বেড়ায় অবরুদ্ধ। সরকারি জমি থাকলেও প্রভাবশালীদের বাঁধায় সেখান দিয়ে চলাচল করতে পারছেন না। প্রতিবেশিরা ঘরের জানালা খোলার জন্য সরু জায়গা রেখেছেন। সেখান দিয়ে কোনো মতে নিচু হয়ে যাতায়াত করছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
বীর মুক্তিযোদ্ধা এম এম ইয়াউদ হোসেন বলেন, ‘একাত্তরের রণাঙ্গনে দেশ স্বাধীন করতে যুদ্ধ করেছিলাম। আজ নিজেই অবরুদ্ধে। প্রতিবেশিরা চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বাড়ি থেকে বের হতে পারছি না। অপর প্রতিবেশির ঘরের জানালা খোলার জন্য রাখা জায়গা দিয়ে নিচু হয়ে চলাচল করছি। যে কারণে আত্মীয়-স্বজনরা আমার বাড়িতে বেড়াতে আসেন না। কেউ আত্মীয়তা করতে চান না। ছেলে বিয়ে দিতে পারছি না। নির্মাণ সামগ্রী আনতে না পারায় বাড়ি সংস্কার করতে পারছি না। অবরুদ্ধ হয়ে দুর্বিষহ জীবনযাপন করছি। মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
রাস্তা বন্ধের বিষয় সাগর ফকিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা উনার রাস্তা বন্ধ করিনি। মিথ্যা অভিযোগ করছেন তিনি। আর সরকারি জমি দখলের যে অভিযোগ করেছেন। ওই জমি ভিপি সম্পত্তি। যা আমার বাবার নামে দীর্ঘদিন ধরে বন্দোবস্ত রয়েছে।’
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, ‘অভিযোগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!