শিরোনামঃ

কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি লিয়াকত, সম্পাদক সাহাদাত

০২ অক্টোবর ২০২৫



আহাদ তালুকদার, আগৈলঝাড়া বরিশাল 


মাদারীপুরের কালকিনিতে স্বচ্ছ ও দায়িত্বশীল সাংবাদিকতার লক্ষ্য নিয়ে কালকিনি সাংবাদিক ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাই টিভি ও আমাদের সময় পত্রিকার কালকিনি প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিজয় টিভি ও দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি সাহাদাত ওয়াশিম।


বুধবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সাংবাদিক ফোরামের কার্যালয়ে কোরআন তেলওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।


ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মিজানুর রহমান মাসুদ (দৈনিক ঐশী বাংলা), যুগ্ম সম্পাদক বিএম আজহারউদ্দিন (দ্যা গ্লোবাল নেশন), সাংগঠনিক সম্পাদক তানভির হাসান (দৈনিক গণতদন্ত), অর্থ সম্পাদক মাহফুজর রহমান ইমরান (মাদারীপুর সংবাদ), প্রচার সম্পাদক এইচ এম তুহিন (দৈনিক সময়ের বার্তা), দপ্তর সম্পাদক আলোচিত বার্তা মলাশ মজুমদার। কার্যকরী সদস্য হিসেবে আছেন—আমির হোসেন (সোনালী খবর), নুর মোহাম্মদ (সাপ্তাহিক সামাল) ও রনি আহমেদ (মাই টিভি ক্যামেরা পার্সন)।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসস, চ্যানেল নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি বেলাল রিজভি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভির গৌরনদী উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন, দিপ্ত টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা, ৭১ টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান, কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তর প্রতিনিধি এইচ এম মিলন, সাধারণ সম্পাদক ও রূপালী বাংলাদেশ প্রতিনিধি নাসিরুদ্দীন ফকির লিটন এবং একুশে টিভির কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামান।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?