শিরোনামঃ

ইউএনও’র আশ্বাস: সরিয়ে  নেওয়া হবে ময়লার ভাগার


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে মহাসড়কের পাশ থেকে ময়লার ভাগার সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। ময়লার দূর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে নিয়ে আসলে তিনি এ আশ্বাস প্রদান করেন।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের টরকী নীলখোলা ব্রীজের ঢালে প্রায় দুইশ’ ফুট জায়গার মধ্যে বাসাবাড়ির ময়লা-আবর্জনা, বাজারের বর্জ্য ও জবাইকৃত গবাদী পশুর মল ফেলে স্থানটিকে ময়লা ভাগারে পরিণত করা হয়েছে। ময়লাগুলো যত্রতত্র ভাবে রাখার কারনে মহাসড়কের কার্পেটিং সড়কের প্রায় সাত ফুট দখল করে আছে।

স্থানীয় বাসিন্দা রানা দেওয়ান বলেন, পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত টরকী বন্দর ও পৌর এলাকার আশপাশের বর্জ্য মহাসড়কের পাশে ফেলে যাচ্ছে। এতে স্থানটি ময়লার ভাগারে পরিণত হয়েছে। ভাগার থেকে ছড়ানো গন্ধে মহাসড়কের পাশের মসজিদে মুসল্লীদের নামাজ আদায় করতে কষ্ট হচ্ছে। এছাড়াও স্থানীয় বাসিন্দা, পথচারী ও ছোট যানবাহন চালকরা চরম ভোগান্তির মধ্যে রয়েছে।

এ মহাসড়ক দিয়ে প্রতিদিন যাতায়তকারী ভ্যান চালক কাওছার হোসেন বলেন, কয়েক বছর ধরে পৌরসভার বর্জ্য স্থানটিতে যততত্র ভাবে ফেলা হচ্ছে। ময়লার দূর্গন্ধে নাখ-মুখ চেপে আমাদের চলতে হচ্ছে। এরআগে বর্জ্যগুলো সরিয়ে নেওয়া হলেও পূনরায় ফেলা হচ্ছে। মহাসড়কের পাশ থেকে ময়লার ভাগার সরিয়ে নেওয়ার জন্য নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন বলেন, ময়লার ভাগাড় জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর প্রভাবে শ্বাসকষ্ট, চর্ম ও সংক্রামক ব্যাধি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারনে জনগুরুত্বপূর্ন এলাকা এড়িয়ে ময়লা ফেলা উচিত।

সদ্য যোগদানকারী গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম বলেন, বিষয়টি জানতে পেরে এব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি অতিদ্রæত সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও পরিকল্পিত ভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?