- প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ০১:৪৯ পিএম
গোপালগঞ্জে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সারা দেশের মত গোপালগঞ্জে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী। জেলা সিভিল সার্জন অফিস এ টিকাদান কর্মসূচীর আয়োজন করে।
আজ রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত এ টিকাদান ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধন করে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো: মিজানুর রহমান বক্তব্য রাখেন। এসময় সরকারী কর্মকর্তা এবং জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের টাইফয়েড টিকা প্রদান করা হয়। আজ ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফযেড টিকা প্রদান করা হবে। এ ক্যাম্পেইনে জেলায় ৩ লাখ ৪৪ হাজার ৭৬ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এ ক্যাম্পেইনে জেলায় ৩ লাখ ৪৪ হাজার ৭৬ জন শিশুকে টিকা দেয়া হবে। প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, থানা ও উপজেলাভিত্তিক টিকার শিউডল ঠিক করা হয়েছে। এই টিকাদান কর্মসূচী সফল করতে কয়েকটি সভা করা হয়েছে।
তিনি আরো বলেন, এই টিকাদান নিয়ে কোন পেনিক সৃষ্টি করা যাবে না। বাচ্চারা যেন ভয় না পায়। বাচ্চাদের টিকাদানের সময় ও টিকাদানের পরে তারা যে মানসিকার মধ্যে ছিলে সেভাবেই যেন থাকে, সব সময় যেন হাস্যোজ্জ্বল থাকে। আমরা চাই প্রত্যেকটি শিশু সুস্থ হয়ে বেড়ে উঠুক, সুন্দর আগামীর ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকের টিকাদান কায্যক্রম সফল হোক। #
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!