গোপালগঞ্জে আলাদা চারটি সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত, আহত-১৬


স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা চারটি সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৬ জন।


আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজলার পুরাতন মুকসুদপুর, একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এবং সদর উপজেলার বেদগ্রাম ও চন্দ্রদিঘলীয়ায় এসব দূর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পদমী গ্রামের সৈয়দ জামাল উদ্দিন (৭০) ও তার মেয়ে রহিমা বেগম (৩০) এবং নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার জয়পুর গ্রামের জহিরুল শেখ(৬০)।


মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, রহিমা বেগম তার বাবা, স্বামী ও ছেলে-মেয়েকে নিয়ে দুপুরে একটি বাসে করে ঢাকা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জর মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর এলাকায় নামেন। এসময় একটি ভ্যানে উঠার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বালু বোঝাই একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রহিমা বেগম নিহত হন এবং তার বাবা সৈয়দ জামাল উদ্দিন মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


অপরদিকে, সকালে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় মারাত্মক আহত হন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার জয়পুর গ্রামের জহিরুল শেখ। তাকে স্থানীয়রা কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষনা করেন।


অন্যদিকে, একটি মাইক্রোবাস টেকেরহাট থেকে ছেড়ে খুলনা যাচ্ছিল। ঢাকা-খুলনা মহাসড়কের সদরের বেদগ্রামে পৌছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্ততঃ ১০ জন আহত হয়েছে। এছাড়া একই মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় বাস উল্টে অপর ৬ জন আহত হয়েছেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?