গোপালগঞ্জে ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন


স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠি পয্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। 


বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।


আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮ টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কায্যালয়ের সামনে অবস্থান নেন স্বাস্থ্য সহকারীরা। পরে সেখানে অবস্থান নিয়ে সকাল ১০টা পযর্ন্ত ২ ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করে।


অবস্থান কর্মসূচী চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি মো: কামাল হোসেন, স্বাস্থ্য সহকারী রবিউল ইসলাম, মোর্শেদুল আলম, সুলতানা পারভীন কচি বক্তব্য রাখেন।


স্বাস্থ্য সহকারী সুলতানা পারভীন কচি বলেন, আমরা দীর্ঘ দিন ধরে কর্মসূচী পালন করছি। বিভিন্ন সময় আমাদের আশ্বাস দেয়া হলেও কাজের কিছুই হয়নি। আমাদের চাকরী আপগ্রেড না হওয়ায় নমান্য যে বেতন পাই তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। আমরা শিশুদের যত্নসহকারে টিপকা দিয়ে থাকি কিন্তু আমাদের কাজের কোন মূল্যায়ন করা হয় না। আমাদের দাবী দ্রুত মেনে নেয়ার জন্য সরকারের কাছে দাবী জানাই।


অপর স্বাস্থ্য সহকারী রবিউল ইসলাম, আমরা শুধু আশ্বাস পাই কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমাদের দাবী না মানা পযর্ন্ত কেন্দ্রীয় কর্মসূচী পালন করে যাবো। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।


বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি মো: কামাল হোসেন বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন সময় আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবী না মেনে শুধু আশ্বাস দেয়া হচ্ছে। যারা পশুকে টিকা দেন তারাও টেকনিক্যান পদময্যাদা পেয়েছেন। অথচ আমরা একটি শিশুকে যত্নসহকারে টিকা দিলেও কোন ময্যাদা পাইনি। আশা করবো আমাদের দাবী সরকার মেনে নিবে।


স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিগুলো হলো, (১) নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমান এবং ১৪তম গ্রেড দেওয়া (২) ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান (৩) পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে (৪) স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকেরা পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সবাইকে প্রশিক্ষণবিহীন স্নাতক পাস স্কেলে আত্তীকরণ করতে হবে (৫) বেতন স্কেল উন্নতি/পুনর্নির্ধারণের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকেরা যত সংখ্যক টাইম স্কেল (১/২/৩ টি)/ উচ্চতর স্কেল (১/২ প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনর্নির্ধারিত বেতন স্কেলের সঙ্গে যোগ করতে হবে এবং (৬) পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকেরা ডিপ্লোমা সম্পন্নকারী সমমান হিসেবে গণ্য করতে হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?