- প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ০৫:১৫ পিএম
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বেঞ্চে বসা নিয়ে ষ্টাফ ও আনসার সদস্যদের মধ্যে হাতাহাতি, আহত-৫
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বেঞ্চে বসা নিয়ে ষ্টাফ ও আনসার সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনায় ৫ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আনসার সদস্য মাহবুব ও মজিবুর এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অ্যাটেনডেন্ট রিফাত, আরিফ ও প্যাথলজি বিভাগের সজল।
হাসপাতাল সূত্রে জানাগেছে, মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের প্রবেশ পথে অপেক্ষমান বেঞ্চে বসা ছিল আনসার সদস্য মাহবুব। এসময় মেডিকেল কলেজের অ্যাটেনডেন্ট রিফাত তাকে উঠতে বললে মাহবুব না উঠলে তাকে গালামন্দ করেন। পরবর্তীতে অ্যাটেনডেন্ট রিফাত ও তার সহকর্মী সজল ও আরিফ একত্রিত হয়ে আনসার সদস্য মাহবুবকে মারধর করে অস্ত্র ও পোশাক টানাটানি করে। এসময় অপর আনসার সদস্য মজিবুর ঠেকাতে আসলে তাকেও মরধর করা হয়।
এর এক পর্যায় আনসারের অন্যান্য সদস্যরা তাদেরকে টেনে হিঁচড়ে আনসার ডরমেটরিতে নিয়ে গেলে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মন্ডল ও সহকারী পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: নিয়াজ মোহাম্মদ জানান, বিষয়টি মিমাংসার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই পক্ষের কথা শুনে মিটমাট করা হয়েছে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মন্ডল বলেন, উভয়ের মধ্যে ব্যাপক মারামারি শঙ্কায় মিমাংশার জন্য বৈঠকে করা হয। বৈঠক শেষে সিসিটিভি ফুটেজ দেখে দোসীদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!