শিরোনামঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় ১০১ জনকে আসামী করে মামলা, মামলার সংখ্যা দাঁড়ালো ১৪-তে



স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সহিংস ঘটনা চলাকালে জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০ জনকে আসামী করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট মামলা দায়ের হলো ১৪ টি।


গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি জানান, গত ১৬ জুলাই এনসিরি সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা চলাকালে জেলা প্রশাসকের বাস ভবন ভাংচুর করে বিক্ষুব্দ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় আজ বুধবার (৩০ জুলাই) বিকালে গোপালগঞ্জ সদর থানার সগকারী উপ পরিদর্শ (এ এস আই) ফারুক হোসেন বাদী হয়ে নামে ও বেনামে ১০১জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।


এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ মতিয়ার মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের ৪৪৭ জন নেতা-কর্মি ও সমর্থকদের নাম ও অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন। দায়ের করা মোট ১৪টি মামলায় ১৫ হাজার ৭৩১ জনকে আসামি করা হয়েছে।


উল্লেখ্য গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ ঘন্টার হামলা-সহিংসতায় ৪ জনের মৃত্যু হয়।পরের দিন ১৭ জুলাই গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাড়ায় পাঁচ জনে। আহত হয় সাংবাদিক ও আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ শতাধিক। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?