- প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬ ১০:২২ এএম
গোবিপ্রবিতে শহীদ ওসমান হাদির স্মরণে আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীদের গ্রাফিতি কর্মসূচি
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধি :গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে “শহীদ ওসমান হাদি”-এর স্মরণে গ্রাফিতি কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদির আদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করে বিভিন্ন দেয়ালে প্রতীকী গ্রাফিতি অঙ্কন করেন। গ্রাফিতিগুলোতে আধিপত্যবাদবিরোধী চেতনা, ন্যায়ের পক্ষে অবস্থান এবং সততা,ইনসাফ ও শোষণমুক্ত সমাজের প্রত্যাশা তুলে ধরা হয়।
বিশ্ববিদ্যালয়ের মেইনগেট,প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন সংলগ্ন দেয়াল, মুরাল কমপ্লেক্স জায়গাগুলোতে শহীদ ওসমান হাদির গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। শিক্ষার্থীরা গ্রাফিতির পাশাপাশি বিভিন্ন স্লোগান লেখেন। স্লোগানগুলো হলো—‘জান দেবো কিন্তু জুলাই দেবো না’, ‘দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত’, ‘ইনকিলাব জিন্দাবাদ’।
উক্ত কর্মসূচি বিষয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত বলেন, "শহীদ ওসমান হাদী কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের ছিলেন না, তিনি মুলত ভারতীয় আধিপত্য বিরোধী এবং আপামর জনসাধারণের অধিকার ইনসাফের ভিত্তিতে নিশ্চিতএর লড়াইয়ের বীর ছিলেন।হাদি ভাইয়ের এই ইনসাফের লড়াই যেন হারিয়ে না যায় সেই উদ্দেশ্যেই আমাদের এই কর্মসূচি।"
এ বিষয়ে ফার্মেসী বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম আরও বলেন, “ওসমান হাদী ভাই কালচারাল ফ্যাসিস্ট এর বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠ দিয়েছিল সেই কণ্ঠকে দমানোর জন্য মূলত তাকে শহীদ করা হয়েছে। কিন্তু তাঁর রেখে যাওয়া যে চেতনা, যে কাজকর্ম এবং তাঁর রেখে যাওয়া যে স্মৃতি আমাদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে তা আমরা বুকে ধারণ করব। আমরা চাই হাদি আমাদের মাঝে বেঁচে থাকুক এবং কালচারাল ফ্যাসিজম দূর হোক এজন্যই আজ আমাদের এই গ্রাফিতি কর্মসূচির আয়োজন।
এছাড়াও আয়োজক এবং অন্যান্য শিক্ষার্থীরা আরও বলেন, "এই কর্মসূচির মাধ্যমে শহীদ ওসমান হাদি ভাইয়ের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে জীবন্ত রাখা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে ইনসাফ কায়েম এর পথ অগ্রসর করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।"
উক্ত, কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী টিউশন হতে...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ ইং উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (০৮-০১-২৬) সকালে কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেরাত, হামদ,...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!