- প্রকাশিত: ১ জুলাই ২০২৫ ১০:৫২ পিএম
গলাচিপার বোয়ালিয়ায় দখলমুক্ত পুকুরে শতদল মৎস্যচাষ প্রকল্পের পোনা মাছ অবমুক্ত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
দীর্ঘ ১৫ বছর পর দখলমুক্ত হওয়া একটি পুকুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় শুরু হলো নতুন মৎস্যচাষ কার্যক্রম। গলাচিপা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া বাধঘাট সংলগ্ন এলাকায় “শতদল মৎস্যচাষ প্রকল্প” নামে গঠিত একটি উদ্যোগের মাধ্যমে বুধবার (১ জুলাই) সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ১১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এই পুকুরটি পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করে প্রকল্পের বর্তমান মালিক মো. ইদ্রিস ফরাজী জানান, তার পিতা লাল ফরাজী এবং অন্যান্য ওয়ারিশগণ বহু বছর ধরে মাছ চাষ করে আসছিলেন। পরে ওয়াপদা বাঁধ নির্মাণে মাটি সংগ্রহের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জমিটি একোয়ার করলেও তা পরে পুকুরে রূপ নেয়।
তবে ২০১০ সালে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিস প্যাদা এই পুকুরটি জবরদখল করেন বলে অভিযোগ স্থানীয়দের। দাবি করা হয়, ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ সময় ধরে ঘেরটি দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন তিনি। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি মাছ বিক্রি করে এলাকা ত্যাগ করেন।
প্রায় ১০ মাস পর পাউবোর মৌখিক সম্মতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকৃত জমির মালিক ও ওয়ারিশরা পুনরায় ঘেরটি দখলে নিয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
মৎস্যচাষ প্রকল্পের উদ্যোক্তা ইদ্রিস ফরাজী বলেন, আমার নামের মিল থাকার কারণে বিগত সরকার আমলে নানা হয়রানি সহ্য করেছি। আমাদের বসতবাড়ি, গবাদিপশু, এমনকি মাছের ঘেরও জোর করে দখল করে নিয়েছিল। তবে এখন স্থানীয় সহযোগিতায় আমরা আবার মাছ চাষ শুরু করতে পেরেছি।
এ বিষয়ে গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, জায়গাটি দখল করা হয়েছিল। অভিযোগ অনেক রয়েছে। তবে এটি পানি উন্নয়ন বোর্ডের জমি, চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবে। পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা দরকার তা করছে।
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!