গলাচিপা ওসির হাতে রিপোর্টারের ডায়েরির শুভেচ্ছা কপি হস্তান্তর


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

২০২৪ সালের গণঅভ্যুত্থানে গলাচিপায় শহীদদের স্মরণে এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত উপজেলার উল্লেখযোগ্য ঘটনার প্রামাণ্য দলিল হিসেবে প্রকাশিত হয়েছে রিপোর্টারের ডায়েরি। এতে স্থানীয় পর্যায়ের আন্দোলন, গণপ্রতিরোধ, শহীদের গল্প ও সামাজিক সাড়া জাগানো নানা ঘটনার চিত্র উঠে এসেছে।


গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের জেষ্ঠ্য প্রভাষক ও নয়াদিগন্ত পত্রিকার গলাচিপা উপজেলা সংবাদদাতা মোঃ হারুন অর রশিদ এর তথ্যসমৃদ্ধ প্রতিবেদনের ভিত্তিতে এই সংকলনটি তৈরি হয়েছে। রিপোর্টারের ডায়েরি সংকলন ও সম্পাদনা করেছেন তার ছেলে শিক্ষার্থী ও কলাম ফিচার লেখক নিয়ামুর রশিদ শিহাব।


২৮ জুন শনিবার গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমানের হাতে রিপোর্টারের ডায়েরি-র একটি শুভেচ্ছা কপি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এ সময় গলাচিপা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?