শিরোনামঃ

ছাতকে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত।



জুনাইদ আহমদ ছাতক প্রতিনিধিঃ

ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া (কোনাপাড়া) গ্রামের এক মাদ্রাসার ছাত্র  ট্রাকচাপায় মর্মান্তিকভাবে নি,হ,ত হয়েছে।


নি,হ,ত শিশু জাউয়া মাদরাসার নূরানী বিভাগের ছাত্র ছিলো। যানাজায় কছির মিয়ার ছেলে আবু সুফিয়ান  বাড়ী পাসে বুধবার সন্ধার সময় অটো রাইস মিলের মাঠে দাড়ানো ছিলো, হটাত জাউয়া (কোনাপাড়া) গ্রামের হেলাল উদ্দিন এর ছেলে বিপ্লব পারকিং করা ডি আই ট্রাক ব্রেকগিয়ারে (পিচোনে)এসে সুফিয়ান কে চাপাদিয়ে আ,হ,ত  করে, সাথে সাথে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মূত্যু হয়েছে বলে জানান। নি,হ,তের  বিষয় জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি হজরত আলী নিশ্চিত করেছেন।।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?