- প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ০৮:২৭ পিএম
বোরহানউদ্দিনে নানা আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
২০ আগস্ট বুধবার সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য রেলি,বৃক্ষ রোপণ,হাসপাতালের সামনে পরিচ্ছন্নতার কাজসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিটন শিকদারের সভাপতিত্বে'সদস্য সচিব আতিফ আসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,ভোলা ২ আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন করেন,উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল।
এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম,যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সেলিম,উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান,যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ন আহবায়ক মোঃ আমিনুল ইসলাম,পৌর যুবদলের সদস্য সচিব জাফর মৃধা,উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী,সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী।
এসময় বক্তারা সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এই বিভাগের আরো খবর
-
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধিঃ-গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল (৭...
-
ওয়াহিদ-উন-নবী,ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ...
-
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতি বরিশাল বিভাগীয় নব গঠিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ...
-
বরিশালে অনুষ্ঠিত হলো প্রবীণ সাংবাদিক, সংগঠক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিন্টু বসুর আজ ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা। খেয়ালী গ্রুপ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!