শিরোনামঃ

বিপন্ন পান চাষিদের দাবি আদায়ে বরিশালে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


শাকিব উল হক

বরিশাল প্রতিনিধি 


পান চাষিদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পান চাষি সমিতি, বরিশাল জেলা কমিটি।

সোমবার সকালে বরিশাল শহরের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. জালাল উদ্দিন রহমান, সভাপতি, জাতীয় কৃষক খেতমজুর সমিতি, বরিশাল জেলা কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুস সাদ্দার ও বরিশাল জেলা পান চাষী সমিতির সদস্য সহ পান চাষিরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন, দেশের ঐতিহ্যবাহী পান শিল্প আজ মারাত্মক সংকটে পড়েছে। উৎপাদন ব্যয় বেড়ে গেলেও চাষিরা পান বিক্রি করে ন্যায্যমূল্য পাচ্ছেন না। রপ্তানিতে শুল্ক ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরকারি অব্যবস্থাপনার কারণে পান চাষ ক্রমেই ক্ষতির মুখে পড়ছে।

চাষিদের জীবন-জীবিকা রক্ষায় সরকারের প্রতি তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ১১ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।


চাষিদের ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য:

১. পান রপ্তানিতে শুল্ক কমিয়ে রপ্তানি কার্যক্রম সহজ করা।

২. পান চাষিদের আর্থিক প্রণোদনা ও স্বল্পসুদে ঋণ প্রদান।

৩. পান পচন রোধে হিমাগার স্থাপন।

৪. অব্যবহৃত সরকারি জমি পান চাষের উপযোগী করে লিজ দেওয়া।

৫. প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য ক্ষতিপূরণ ও বীমা সুবিধা।

৬. পান চাষের জন্য প্রয়োজনীয় কীটনাশক ও সার সহজলভ্য করা।

৭. পান চাষিদের জন্য প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি সরবরাহ।

৮. পান পরিবহনে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ।

৯. পান চাষিদের জীবনমান উন্নয়নে বিশেষ ভর্তুকি প্রদান।

১০. অভ্যন্তরীণ বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারি মনিটরিং বৃদ্ধি।

১১. পান চাষের উৎপাদন খরচ ও বাজারদর স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি ব্যবস্থা চালু করা।


সমাবেশে আসা পান চাষীরা আরও জানান, অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে ঢাকায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?