শিরোনামঃ

ববি শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’-এর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন



ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে সম্প্রতি দৈনিক জনকণ্ঠ পত্রিকার ডিজিটাল সংস্করণে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।


রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা দাবি করেন, ওই প্রতিবেদনের তথ্য বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের অভিযোগ, বিভাগের কয়েকজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক এই প্রতিবেদনের পেছনে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত।


প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ড. জামাল উদ্দিন শিক্ষার্থীদের বিরোধিতামূলক অবস্থান নেন এবং একাডেমিক কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওঠে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, তিনি এক সেমিস্টারে অতিরিক্ত ১৫টি কোর্সের ক্লাস নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের অভ্যন্তরীণ মূল্যায়নে (ইন্টার্নাল মার্কস) বৈষম্য করেছেন এবং একাডেমিক সময়েও শিক্ষার্থীদের ব্যক্তিগত কাজে নিয়োজিত করেছেন।


তবে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।


মানববন্ধনের নেতৃত্ব দেওয়া মেহতাব হোসেন বলেন, “আমাদের স্যার একাধিক কোর্স নেন, এটা সত্য—কিন্তু কারণ হচ্ছে শিক্ষক সংকট। তাই এটি কোনো অপরাধ নয়। কিছু শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, যারা এ ধরনের অপপ্রচারে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। জনকণ্ঠ-কে ভুল তথ্যভিত্তিক সংবাদটি প্রত্যাহার করতে হবে।”


২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সবুজ বলেন, “আমাদের বিভাগে আগে থেকেই সিনিয়র-জুনিয়র রাজনীতি ও ব্যক্তিগত বিরোধ নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। এবারও একই কৌশলে চেয়ারম্যান স্যার ও অন্যদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। আমরা এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি।”


শিক্ষার্থীদের মতে, একটি বিভাজনমূলক মহল ইচ্ছাকৃতভাবে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে এমন মিথ্যা সংবাদ প্রকাশ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?