- প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ০৫:১৭ পিএম
৬ দফা দাবিতে বরগুনায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীদের মানববন্ধন ও সমাবেশ
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
জাতি গড়ার কারিগরদের আজ দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে। উপায়ান্ত না পেয়ে রাস্তায় নেমেছেন তাঁরা। যথাযথ সম্মানের সাথে যেনো তাঁদের যৌক্তিক ছয় দফা দাবি পূরণ করা হয়, এমন কথা বলেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে। এ লক্ষ্যে ঢাকায় কর্মসূচিও পালন করছেন তাঁরা।
প্রস্তাবিত পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, শতভাগ উৎসব ভাতা প্রদান, ৫০% বাড়ি ভাড়া প্রদান, ১৫শত টাকা চিকিৎসা ভাতা প্রদান, নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিওভুক্তকরণ এবং শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের টাকা দ্রুত পরিশোধ করাসহ ছয় দফা দাবি নিয়ে বরগুনায় মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরগুনা জেলা শাখার ব্যানারে, শনিবার (১১ অক্টোবর) বেলা ১০টার দিকে, বরগুনা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষকতা পেশায় অন্যান্য পেশার তুলনায় সুযোগ-সুবিধা না থাকার কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হচ্ছেন না। যার কারণে দেশের শিক্ষাব্যবস্থার মান দিন দিন নিম্নমুখী হয়ে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করতে চাইলে শিক্ষকদের মান উন্নয়নের কোনো বিকল্প নেই। শিক্ষক জাতির মেরুদণ্ড কিন্তু বর্তমানে সবচেয়ে মানবেতর জীবন যাপন করছে শিক্ষকরাই। আমাদেরকে সরকার থেকে যে চিকিৎসা ভাতা দেওয়া হয় সেটি দিয়ে ডাক্তারের ফি দিতে পারি না। ওষুধ কিনা তো পরের কথা। আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছি। বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু তা বাস্তবায়ন করা হয় না। আমরা আর কোনো প্রতিশ্রুতি নিতে চাই না। আমরা দ্রুত আমাদের দাবির বাস্তবায়ন দেখতে চাই।
বক্তারা আরও বলেন, সম্প্রতি আমাদের যে দাবি ছিল, বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় তা পাঠানো হয়েছিল। কিন্তু পতিত সরকারের কিছু দোসর মন্ত্রণালয়গুলোতে থাকার কারণে আমাদের এই ন্যায্য দাবিকে তারা প্রত্যাখ্যান করেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যে সকল পতিত সরকারের দোসররা মন্ত্রণালয় বসে আছেন, আপনারা সাবধান হয়ে যান। অচিরেই আমাদের দাবি মেনে নিন না হলে আপনাদের পরিস্থিতিও পতিত সরকারের মতই হবে।
মানববন্ধনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরগুনা জেলা শাখার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বরগুনা জেলা শাখার সভাপতি আবু জাফর মোঃ সালেহ ও সেক্রেটারী প্রফেসর আঃ রব, প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুনসহ বরগুনা জেলার বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষক ও কর্মচারী বৃন্দ এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!