- প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ০৬:০৭ পিএম
যবিপ্রবিতে গবেষণা সহযোগিতা বৃদ্ধির জন্য একাডেমিক পরিবেশ উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
গবেষণার মাধ্যমে একাডেমিক পরিবেশের উন্নয়ন ও তার সামগ্রীক বিষয়ে প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ একটি সেমিনারের আয়োজন করে।
আজ বুধবার ০২ জুলাই সকাল ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে “এ্যানহাচিং দ্যা অ্যাকাডেমিক এনভাইরনমেন্ট টু ফস্টার রিসার্চ কলাবোরেশন” শীর্ষক সেমিনারের আয়োজন করে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সেমিনারটি পরিচালনা করেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে আড্ডার সাথে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করবে এবং দিন শেষে পড়ালেখা করবে। তোমরা পড়াশোনা ও ভালো গবেষণার মাধ্যমে সমাজের জন্য দক্ষ জনশক্তি হিসেব নিজেদের গড়ে তুলবে, তবেই চাকরি তোমাদের জন্য অপেক্ষা করবে। তোমরা স্বপ্ন দেখবে এবং সে অনুযায়ী পরিশ্রম করতে থাকবে। এধরনের সেমিনার থেকে নিজেদের জ্ঞানের ঘাটতিগুলো খুঁজে নিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করবে।
সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার পার্থের অধ্যাপক ড. মোঃ সালেকুজ্জামান। তিনি গবেষণার মাধ্যমে একাডেমিক পরিবেশের উন্নয়ন ও তার সামগ্রীক বিষয়ে প্রযুক্তিগত গবেষণালদ্ধ তথ্য, উপাত্ত ও পরিসীমা বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োসায়েন্স টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!