শিরোনামঃ

ঐতিহ্য হারাতে বসেছে দুর্গাসাগর, অশ্লীলতা দমনে প্রশাসনের অভিযানে আটক তিন যুগল।


শাকিব উল হক

বরিশাল প্রতিনিধি।


বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র দুর্গাসাগর দীঘি নানা বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও অনিয়মের কারণে তার গৌরব হারাতে বসেছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা অসচেতনতা ও বেহায়াপনার বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।


মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এসময় তিন প্রেমিক যুগলকে অশ্লীল আচরণের দায়ে আটক করা হয়। পরে তাদের পরিবারের সঙ্গে কথা বলে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ বলেন, “দুর্গাসাগরের পরিবেশ নষ্ট করার মতো কোনো অশালীনতা বরদাশত করা হবে না। আজকের অভিযান কেবল সতর্কবার্তা। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জেল-জরিমানার আওতায় আনা হবে। পারিবারিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”


স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসা কিছু যুবক-যুবতী খোলা জায়গায় অশোভন আচরণ করছে এবং ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। এতে পারিবারিক ও সামাজিক পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। এর পাশাপাশি সম্প্রতি খাঁচাবন্দি হরিণ চুরির ঘটনা দুর্গাসাগরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অবহেলা স্পষ্ট করেছে। তদন্তে জানা গেছে, খাঁচার আশপাশে থাকা সিসি ক্যামেরা নষ্ট ছিল এবং রাতের প্রহরীরা দায়িত্বে থেকেও বিষয়টি টের পাননি।


বরিশাল জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন বলেন, “হরিণ নিখোঁজের ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে অশ্লীলতা বা বেহায়াপনার ঘটনায়ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা বা কর্মচারীর গাফেলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”


অভিযানে পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের অনেকেই প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গাসাগরকে রক্ষা করতে হলে নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।


সচেতন মহলের অভিমত, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দুর্গাসাগর দীঘি তার ঐতিহ্য ও পারিবারিক বিনোদন কেন্দ্র হিসেবে গুরুত্ব হারিয়ে ফেলবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?