- প্রকাশিত: ২৭ জুন ২০২৫ ০৪:৪৪ পিএম
অবহেলায় বিপন্ন রোগী, ক্লিনিক মালিককে দুই লাখ টাকা জরিমানা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
দায়িত্বে অবহেলায় রোগীর জীবন সংকটাপন্ন এবং চুক্তির টাকা কমাতে অনুরোধ করায় ভর্তি রোগীকে চিকিৎসা না করে ছাড়পত্র দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। এঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ক্লিনিক মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের রায় ঘোষণা করা হয়েছে। শেষে জরিমানার টাকা পরিশোধ করে কারাদন্ডের হাত থেকে রক্ষা পেয়েছেন ক্লিনিক মালিক মাহমুদ হোসেন মুহিত শরীফ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার টিএন্ডটি মোড় সংলগ্ন মৌরি ক্লিনিকে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন।
রোগির বাবা গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, গত সোমবার (২৩ জুন) মৌরি ক্লিনিকে তার অসুস্থ্য মেয়ে ফাতেমা আক্তারকে (১৩) চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ফাতেমার অ্যাপেন্ডিসাইটিস সনাক্ত করে অপারেশনের জন্য পরামর্শ দেন। গত দুইদিন পূর্বে ফাতেমাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৬ জুন) ফাতেমার অপারেশনের তারিখ ছিলো। এজন্য ক্লিনিক কর্তৃপক্ষ তাদের কাছে ১০ হাজার টাকা দাবি করেন।
রোগী ফাতেমার মা রাজিয়া বেগম অভিযোগ করে বলেন, তারা টাকা কমানোর অনুরোধ জানালে ক্লিনিক কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়। যেকারণে তার অসুস্থ্য মেয়ের চিকিৎসা না দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য ছাড়পত্র প্রদান করা হয়। অভিযোগ করে তিনি আরও বলেন, ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় চিকিৎসা না পেয়ে তার অসুস্থ্য মেয়ের জীবন এখন চরম বিপন্ন। এজন্য বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে গৌরনদী মৌরি ক্লিনিকের পরিচালক মাহমুদ হোসেন মুহিত শরীফ বলেন, ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত স্টাফদের ভুলের খেসারত আমাকে দিতে হয়েছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেজন্য সকল স্টাফদের সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ক্লিনিক মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের রায় প্রদান করা হয়েছে। পরবর্তীতে জরিমানার টাকা পরিশোধ করায় ক্লিনিক মালিককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!