শিরোনামঃ

গলাচিপায় শ্রীগুরু সঙ্ঘের ১২তম বার্ষিক মহোৎসব


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি    “সত্য সেবা নীতি ধর্ম, জীবনের চারি কর্ম”—এই মূলমন্ত্র ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী ও শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ৫১তম তিরোভাব উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী (১২তম) বার্ষিক মহোৎসব।

বুধবার সকালে সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী কালিবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। ঢাকের বাদ্য, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে চারপাশে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিবাড়ী মন্দিরে এসে শেষ হয়। শ্রীগুরু সঙ্ঘের গলাচিপা শাখার সভাপতি অশিম কর্মকার, সাধারণ সম্পাদক নির্মল কর্মকার ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্তের নেতৃত্বে শত শত নারী-পুরুষ ভক্ত র‌্যালিতে অংশ নেন। পরে পূজা অর্চনা শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?